Published :
Updated :
প্রয়াত শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ৯৪ বছর বয়সে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে মইনুল আবেদিন। তিনি ডিমেনশিয়া এবং অন্যান্য বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তার নাতনি জিহান আবেদিন লিখেছেন, "আমার দাদু, আমার শৈশব, আমাদের বটগাছ আর নেই... তার সাথে, আমার দাদা-দাদির লালিত স্মৃতির শেষ জীবন্ত সুতোটিও চলে গেছে।"
তিনি আরও লিখেন, "যদিও আমরা জানতাম এই দিনটি আসবে, তবুও এটি এখনও অবাস্তব এবং আজ আমার হৃদয় শূন্য বোধ করছে। দয়া করে তাকে আপনার শুভ চিন্তাভাবনা এবং প্রার্থনায় রাখুন।"
বাংলাদেশে আধুনিক শিল্পের পথিকৃৎ হিসেবে পরিচিত শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৫১ সালে জাহানারা আবেদিনকে বিয়ে করেন। একসাথে তাদের তিন পুত্র ছিল; মইনুল আবেদিন, খায়রুল আবেদিন এবং সারোয়ার আবেদিন।