Bangla
2 days ago

সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টির টানা ১৪তম বজয়

Published :

Updated :

সিঙ্গাপুরের জাতীয় নির্বাচনে টানা ১৪তম বার বিজয়ী হয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এই জয়ের মাধ্যমে দেশটিতে দলটির ৬০ বছরের শাসন আরও দীর্ঘায়িত হলো। স্বাধীনতার আগে, অর্থাৎ ১৯৬৫ সাল থেকে দেশটির ক্ষমতায় রয়েছে পিএপি।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলে দেখা যায়, ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতে জয়ী হয়েছে দলটি। 

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এবারের নির্বাচনে পিএপি পেয়েছে ৬৫ দশমিক ৫৭ শতাংশ ভোট, যা ২০২০ সালের ৬৪ দশমিক ২ শতাংশের তুলনায় সামান্য বেশি।

এই জয় বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের প্রতি জনগণের আস্থা এবং সমর্থনের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। গত বছর তিনি দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী লি হসিং লুংয়ের স্থলাভিষিক্ত হন, যিনি দুই দশক দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন এবং আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইয়েওয়ের সন্তান।

নির্বাচনে প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসন ধরে রেখেছে। সিঙ্গাপুরের ইতিহাসে বিরোধী দলের জন্য এটি সর্বোচ্চ আসন ধরে রাখার ঘটনা।

Share this news