
Published :
Updated :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (৬ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাওয়ার সময় দবিরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও মাইক্রোবাস মহাসড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.