Bangla
2 days ago

সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

Published :

Updated :

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস।

ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কাল্লাস জানান, ইউরোপীয় ইউনিয়ন চায় সিরিয়ার জনগণ যেন একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং নতুন সিরিয়া গড়ে তুলতে পারে, এবং সে চেষ্টাতেই তারা সহায়তা করছে।

গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। এরপরই ইইউ এই পদক্ষেপ নেয়।

কাল্লাস বলেন, ইউরোপীয় ইউনিয়ন গত ১৪ বছর ধরে সিরিয়ার জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।

তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে যেসব নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো বহাল থাকবে।

সঙ্গে আরও কিছু নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের কথাও জানানো হয়েছে, যেগুলো মানবাধিকার লঙ্ঘন এবং দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর কার্যকর হবে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি এক্স-এ বলেন, ইইউর এই সিদ্ধান্ত সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও মজবুত করবে।

পরে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি, পরিবহন এবং পুনর্গঠন সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা এবং কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে শিথিলতা এনেছে। তবে কিছু সদস্য দেশ মনে করছে, এই উদ্যোগ সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক পুনর্গঠনের জন্য যথেষ্ট নয়।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়তে চায়। তবে সেই সম্পর্ক গড়ার জন্য সিরিয়াকে এমন একটি অন্তর্ভুক্তিমূলক নীতি নিতে হবে, যেখানে সব জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত হবে।

Share this news