Bangla
4 days ago

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, গণবিজ্ঞপ্তি জারি

Published :

Updated :

নতুন সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া। রবিবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি করপোরেশন প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ অনুযায়ী গণবিজ্ঞপ্তি, এলাকাবাসীর মতামত ও আপত্তি নিষ্পত্তির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। ১০ এপ্রিল এ-সংক্রান্ত চিঠি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।

সীমানা চিহ্নিতকরণ শেষে ২৮ এপ্রিলের মধ্যে গণবিজ্ঞপ্তি জারির কথা থাকলেও একদিন আগেই তা প্রকাশ করা হয়েছে।

Share this news