Published :
Updated :
অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার তারিখ আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বুধবার (১৩ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটকারী, রাষ্ট্র ও অ্যামিকাস কিউরির শুনানি শেষে এ তারিখ ঠিক করেন।
২০২৩ সালের ২৫ আগস্ট সাত আইনজীবী রিট করে অনুচ্ছেদটির বৈধতা ও ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা চ্যালেঞ্জ করেন এবং পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা চান। প্রাথমিক শুনানিতে হাইকোর্ট রুল জারি করে এ বিষয়ে ব্যাখ্যা দিতে আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয়।