Bangla
14 days ago
সংলাপ শেষে স্পষ্ট হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা: প্রেস সচিব
Published :
Updated :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষ হলে বোঝা যাবে অন্তর্বর্তী সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বিস্তারিত সংলাপ চলছে। এই সংলাপ শেষে যখন একটি ঐকমত্য গড়ে উঠবে, তখন পরিষ্কার হবে কোন সংস্কারগুলো বর্তমান সরকার বাস্তবায়ন করবে এবং কোনগুলো পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া হবে।"
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।