Bangla
2 days ago

সংস্কার বিরোধীদের বিরুদ্ধে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’র গণসমাবেশ ও প্রতিবাদ

Published :

Updated :

অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপে বাধা প্রদানকারী আমলাদের অপসারণ এবং ফ্যাসিবাদে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’ নামক সংগঠনটি।

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের পর রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে আবদুল গণি সড়কে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আমলাদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সচিবদের জমিদারি চলবে না’, ‘ফ্যাসিবাদের ঠিকানা সচিবালয়ে হবে না’, ‘আওয়ামী দোসরদের হুঁশিয়ারি’ সহ নানা স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, সচিবালয়ের কিছু আমলা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং সরকারকে বিপদে ফেলতে চাইছে। এদের দ্রুত অপসারণ ও বিচার দাবি করেন তারা। এছাড়াও সরকারকে সচিবালয়ের ভেতরে চলমান চাকরি সংশোধনবিরোধী আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেলের নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

আরিফ সোহেল বলেন, “যেসব আমলা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং সরকারকে বেকায়দায় ফেলতে চাইছেন, আমরা তাদের অপসারণ চাই। একইসঙ্গে সরকারি চাকরি আইন সংশোধন বিরোধী আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদে জড়িত সরকারি আমলারা জাতির জন্য হুমকি। এদের বিচার ও অপসারণ এখন সময়ের দাবি।”

এদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ের ভেতরে চলেছে কর্মচারীদের বিক্ষোভ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে কর্মসূচি পালন করা হয়।

দুপুর ১২টার দিকে ‘জুলাই মঞ্চ’-এর আহ্বায়ক আরিফ তালুকদার ও মুখপাত্র সাকিব হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য সচিবালয়ে প্রবেশ করে।

Share this news