Bangla
6 days ago

সংশোধন করা হলো মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতের সরকারি সংখ্যা

Published :

Updated :

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা ৩৫ জানালেও পরবর্তীতে তা সংশোধন করে ৩৪ জন করেছে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর এই সংখ্যা ৩৫ জানিয়েছিল, তবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো ১৫টি মরদেহ ব্যাগের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১৪টি মরদেহ নিশ্চিতভাবে শনাক্ত হওয়ায় রোববার সকালে এই সংশোধন আনা হয়।

সিআইডি জানায়, অজ্ঞাত মরদেহ ও দেহাবশেষ থেকে সংগ্রহ করা ১১টি নমুনার মধ্যে পাঁচজন শিক্ষার্থীর পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। তারা হলেন: ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।

সর্বশেষ তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে বার্ন ইনস্টিটিউটে, ১৪ জন সিএমএইচে এবং একজন করে ঢাকা মেডিকেল, লুবানা ও ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তবে লুবানা হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

২১ জুলাইয়ের এই দুর্ঘটনাটি দেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সামরিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এখনো ৪৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

Share this news