Bangla
2 days ago

সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার

Published :

Updated :

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় পটুয়াখালী থেকে রেজওয়ান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১৬ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, “হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা উত্তেজিত জনতা গড়ে তোলার চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সেখান থেকেই মহিন ও রবিন নামে দুজনকে ঘটনাস্থলেই আটক করে।”

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক পরিচয়ে পরিচিত হলেও সোহাগ হত্যার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ডিএমপি কমিশনার আরও বলেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। 

Share this news