Bangla
2 days ago

সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে দুটি উপ-কমিটি গঠন

Published :

Updated :

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের জন্য দুটি উপ-কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে নিরাপত্তা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটি আগামী তিন দিনের মধ্যে সুপারিশ দেবে।

রমনা পার্কের মতো উদ্যানটির উন্নয়নে আরেকটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিএমপি, সিটি করপোরেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ভাসমান লোক ও দোকান উচ্ছেদ করা হয়েছে, চলছে নিয়মিত মাদকবিরোধী অভিযান। উদ্যানে বসানো হয়েছে ২৪টি সিসি ক্যামেরা ও ৮৫টি বাতি। শিগগিরই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুটি ক্যাম্প স্থাপন করা হবে। আনসার সদস্যও বাড়িয়ে ৪০ জন করা হয়েছে। 

Share this news