সোনাখালি রেলক্রসিংয়ে ট্রাক আটকে ট্রেন চলাচল বন্ধ, তিন ঘণ্টা পর স্বাভাবিক
Published :
Updated :
গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে ধানবোঝাই একটি ট্রাক আটকে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে ট্রাকটি রেললাইনে আটকে যায় এবং বেলা ১১টার দিকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক গর্তে পড়ে আটকে যায়। রেলক্রসিং এলাকায় বেশ কয়েকটি বড় গর্ত থাকায় ট্রাকটি আর এগোতে পারেনি। চালক স্থানীয়দের সহযোগিতায় ট্রাক সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ট্রাক থেকে ধানের বস্তা নামিয়ে ট্রাকটিকে সরানো হয়। এর পরপরই রেল চলাচল স্বাভাবিক হয়।