Bangla
5 months ago

শোভাযাত্রা শেষে রাস্তার আবর্জনা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রাজপথে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সমর্থিত রিকশা-শ্রমিক দলের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রা শুরু হওয়ার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এর আগে দুপুর ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দেন বিএনপির অনুসারীরা। শোভাযাত্রায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Share this news