Bangla
5 hours ago

সরকার ৬ মাসে যা করেছে তা চমকপ্রদ: প্রেস সচিব

Published :

Updated :

অন্তর্বর্তী সরকার দেশের ভগ্ন অর্থনীতির পরিস্থিতি নিয়ে দায়িত্ব নিয়ে ৬ মাসে যা করেছে তা চমকপ্রদ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি জানান, শেষ দুই মাসে মূল্যস্ফীতি কমেছে এবং ফেব্রুয়ারিতে আরও কমবে। জুন নাগাদ ৭ শতাংশে নেমে আসবে বলেও জানান তিনি। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধান নিয়ে কাজ চলছে। 

তিনি আরও জানান, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল একটি যৌথ ইলেকট্রিসিটি গ্রিড প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ব্যাংকিং সেক্টরে স্থিতিশীলতা আনার কাজ চলছে। 

Share this news