সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রেস সচিব
Published :
Updated :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভিন্ন সংস্কার কার্যক্রমও চলমান থাকবে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় ইতালির রোমে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা এর আগেও একাধিকবার স্পষ্টভাবে বলেছেন—নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। এ নিয়ে কোনো রাজনৈতিক দল কী বলছে, তা সরকারের বিবেচ্য বিষয় নয়।
প্রেস সচিব আরও বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর মতামত শুনছি। সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর এবং ‘জুলাই চার্টার’ বাস্তবায়নের পরই নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। এ বিষয়ে সরকার সচেতন ও প্রতিজ্ঞাবদ্ধ। অযথা কোনো বিলম্ব করা হবে না।
জনগণ যদি অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর দেখতে চায়—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের ইচ্ছা থাকতেই পারে, তবে সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।