Bangla
3 days ago

সরকারি অনুমতি ছাড়াই কর্মস্থলে না আসায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

Published :

Updated :

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, যার প্রভাব পড়ে পুলিশ বাহিনীতেও। অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিলেও ছুটি না নিয়ে নিখোঁজ হয়ে যান। এ অবস্থায় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে তিনজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আজ মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তিনটি আলাদা প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি ও বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি নূরে আলম মিনা ৯ ফেব্রুয়ারি থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ডিসি এবং বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত।

এছাড়া গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী ১০ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

প্রজ্ঞাপনগুলোতে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরি বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ‘পলায়ন’ হিসেবে বিবেচিত হওয়ায় বিধি ১২(১) অনুযায়ী তারা যেদিন থেকে অনুপস্থিত সেই দিন থেকেই সাময়িক বরখাস্ত বলে গণ্য হবেন। বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন।

এর আগে গত ২৬ জুন একই ধরনের অনুপস্থিতির কারণে আরও ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

Share this news