Bangla
3 days ago

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

Published :

Updated :

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বনানী থানার আহ্বায়ক মনির হোসেনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন এই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে।সংগঠন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়ভার  নেবে না। নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Share this news