Bangla
9 days ago

স্থানীয় সরকারে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাব

Published :

Updated :

শনিবার (১৯ এপ্রিল) সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অন্তত এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন।

আজ বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে নারীর স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে করণীয় বিষয় তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, রাজনৈতিক দলভিত্তিক স্থানীয় নির্বাচন বাতিল করা উচিত এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এছাড়া, পাহাড় ও সমতলের আদিবাসী জনগণের প্রথাগত শাসনব্যবস্থা বজায় রাখার পাশাপাশি হেডম্যান বা কারবারিদের স্থানীয় সরকার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়। সর্বশেষ, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অন্তত এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করা হয়।

প্রতিবেদনে পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে করণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং নাগরিকদের কাছে জবাবদিহি প্রতিষ্ঠা করা। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা ও বাজেট বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়, এবং স্থানীয় সরকারের সব আইন একীভূত করে নারীদের অংশগ্রহণে সামঞ্জস্যপূর্ণতা আনার প্রস্তাব দেওয়া হয়।

নারী ও মেয়েশিশুর জন্য সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে করণীয় হিসেবে বলা হয়, নারী ও শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন পর্যালোচনা করে কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধন এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এছাড়া, অভিযোগ প্রক্রিয়া সহজ করতে সব আদালত ও থানায় নারী, শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য হেল্পডেস্ক স্থাপন এবং সক্রিয় করা, এবং তদন্ত ও বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে নারীবান্ধব করতে প্রজ্ঞাপনগুলো বাস্তবায়ন ও পর্যবেক্ষণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।

Share this news