Published :
Updated :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কিছু ঘটনা ঘটছে যেগুলোর ইঙ্গিত ভালো নয়। আমরা যদি একত্রিত না হই, সচেতন না থাকি, তাহলে ‘এক-এগারোর’ মতো পরিস্থিতি আবারও ঘটতে পারে—তা অস্বাভাবিক নয়।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে দেরি না করাই ভালো। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন জরুরি, নইলে ড. মুহাম্মদ ইউনূসের সম্মানহানি হতে পারে।”
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “জুলাইয়ের আদর্শ ও চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে। এখন আর ঐক্যের জন্য নয়, মানুষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। তরুণরা এখন চাঁদার জন্য চিঠি লিখছে—এটাই বাস্তবতা।”
তিনি বলেন, “বিএনপি সংস্কার চায়। এটি সহজেই করা যেত। কিন্তু সরকার সংস্কারের নামে বিভ্রান্তিকর ধারণা দিচ্ছে, যেমন পিআর পদ্ধতি, যা দেশের সাধারণ মানুষ বুঝতেই পারে না। দেশে এমন একটি গোষ্ঠী আছে যারা প্রকৃত গণতন্ত্র চায় না।”