Published :
Updated :
জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিন অনুষ্ঠিত হবে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা, যা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
পরবর্তী সময়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা ২ মে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে গত ২৩ এপ্রিল রাতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।