Bangla
a day ago

শুল্ক সমঝোতা ও বাণিজ্য ঘাটতি কমাতে আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

Published :

Updated :

বাংলাদেশের শুল্ক সমঝোতা ও বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আগামীকাল সোমবার সন্ধ্যায় একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিচ্ছে। রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সচিব জানান, আগে বাংলাদেশ ১৪টি অর্ডার দিয়েছিল, কিন্তু বর্তমানে তা বৃদ্ধি করে ২৫টিতে উন্নীত করা হয়েছে। এই সিদ্ধান্তটি শুল্ক ঘাটতি আরও কমাতে নেওয়া হয়েছে। 

তিনি জানান, এসব উড়োজাহাজ বোয়িং কোম্পানির উৎপাদন সক্ষমতার উপর নির্ভর করে সরবরাহ করা হবে, যা এক থেকে দুই বছর সময় নিতে পারে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ ও ৩০ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনায় বসবে বলে জানান মাহবুবুর রহমান। তিনি বলেন, "গত ২৩ তারিখে আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম, এবার সরাসরি বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।" 

বৈঠকটি ওয়াশিংটনের ইউএসটিআর অফিসে অনুষ্ঠিত হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন। 

Share this news