Bangla
10 hours ago

সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে চাকসু ভোট, ফলের অপেক্ষায় শিক্ষার্থীরা

Published :

Updated :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের ভোট উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। 

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে ভোটগ্রহণ চলে। যদিও নির্ধারিত সময়ের চেয়ে ভোটগ্রহণ শুরু হতে কিছুটা দেরি হয়, বিশেষ করে দৃষ্টিহীনদের ভোট শুরু হয় বেলা সাড়ে ১১টায়।

২৭ হাজারের বেশি শিক্ষার্থী ভোটার হলেও ভোটার উপস্থিতি ছিল মাঝারি। কিছু কেন্দ্রে ৫০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। প্রথমবার ভোট দিয়ে শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বসিত ছিলেন।

ভোট চলাকালে কিছু অভিযোগও ওঠে। ব্যালট বক্সে স্বাক্ষরহীন ব্যালট, অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে প্রশ্ন ওঠে। তবে নির্বাচন কমিশন দাবি করে, ভোটার চিহ্নিত করতে ছবিসহ ভোটার তালিকাই যথেষ্ট এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

ভোট গণনা হবে স্ক্যানিংয়ের মাধ্যমে, যেখানে দুটি পৃথক টিম ফলাফল যাচাই করবে। গণনা শেষে মিল পেলে ফলাফল প্রকাশ করা হবে। ফল ঘোষণার সময় নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ভুল ফল নিশ্চিত করতে যত সময় দরকার, তা নেওয়া হবে। 

Share this news