Bangla
a day ago

স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়নে শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ

Published :

Updated :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির ঘাটতি মারাত্মক, যা পূরণ না হলে কেবল চিকিৎসক ও নার্সসহ নতুন জনবল নিয়োগ দিয়েও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব নয়।

সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জনদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার সাত হাজার সুপারনিউমারারি পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে এবং এরইমধ্যে নতুন তিন হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব অতিরিক্ত পদ সৃষ্টির মাধ্যমে দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত চিকিৎসকদের প্রাপ্যতা নিশ্চিত করা হবে বলে জানান উপদেষ্টা।

Share this news