স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনেরা
Published :
Updated :
আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের প্রথম সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান স্বাস্থ্য খাতে ভেজাল ও অনিয়ম ঠেকাতে সিভিল সার্জনদের সীমিত আকারে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেন।
তিনি বলেন, ভুয়া ল্যাব, ডাক্তার, দালাল চক্র ও ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। একইসাথে হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদারে আনসার ও স্বাস্থ্য পুলিশ মোতায়েনের দাবি তোলেন।
সিভিল সার্জনেরা জানান, অনেক জেলায় তাদের অফিস বা সরকারি বাসভবন না থাকায় প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হয়। দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত পদোন্নতি ও সিভিল সার্জনদের দেশি-বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থাও জরুরি বলে উল্লেখ করেন তারা।
তারা আরও বলেন, বাজেট যদি সময়মতো, চাহিদানুযায়ী ও নমনীয় না হয়, তাহলে মাঠ পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব নয়। প্রযুক্তিগত সমস্যা ও দুর্যোগের সময় বাজেট সিলিং বাড়ানোরও দাবি জানান।
স্বাস্থ্যখাতে কাঠামোগত পরিবর্তন আনতে দক্ষ নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে মত দেন সিভিল সার্জনেরা।