Bangla
3 days ago

স্বেচ্ছায় রক্তদান করলেন এনসিসির ব্যাংকাররা

Published :

Updated :

এনসিসি ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহৎ এক উদ্যোগে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন।

শনিবার (২৪ মে ২০২৫) রাজধানীর মতিঝিলে অবস্থিত এনসিসি ব্যাংকের প্রধান শাখার মেডিকেল সেন্টারে, স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের উপস্থিতিতে সকাল ১০টায় রক্তদানের কার্যক্রমের সূচনা হয়। প্রধান শাখাসহ রাজধানীর বিভিন্ন শাখার কর্মকর্তারা দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন।

এনসিসি ব্যাংকের দক্ষিণ খান শাখা থেকে এসএমই রিলেশন অফিসার তারেক হাসান রক্তদান করতে এসে বলেন, "কেবল ভুক্তভোগীরাই রক্তের গুরুত্বটা ভালোভাবে বুঝতে পারেন। তাই এমন মহৎ উদ্যোগে সবারই এগিয়ে আসা উচিত। পেশাগত দায়িত্বের পাশাপাশি এমন মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে ভালো লাগছে।" তার রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’।

মিরপুরের দারুস সালাম রোড শাখার জুনিয়র অফিসার আব্দুস সাত্তার মজুমদারও এক ব্যাগ রক্ত দান করে কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, "এমন মহৎ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় এনসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।"

প্রধান শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান, যিনি ‘বি পজিটিভ’ রক্তের গ্রুপের একজন দাতা, বলেন, "এনসিসির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদানের এই আয়োজনে অংশ নিয়ে খুব ভালো লাগছে। প্রতিষ্ঠানের এমন মানবিক উদ্যোগ অনেক মানুষকে সেবা দেওয়ার সুযোগ করে দিতে পারে।"

এনসিসি ব্যাংক আর্থিক সেবাদানের পাশাপাশি ত্রাণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও জড়িত। বিশেষ করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫ বছর ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেওয়া সকল স্বেচ্ছা রক্তদাতা এবং কোয়ান্টাম ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

Share this news