টাকার বিনিময়ে ভোট বিক্রি করলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না: হাসনাত আব্দুল্লাহ
Published :
Updated :
যদি জনগণ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ে এক সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দেশের ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না।"
ভোট বিক্রি করলে জয়ী নেতারা পাঁচ বছর ধরে নির্যাতন করবে বলেও মন্তব্য করেন।
নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেওয়ার অনুরোধ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা বিশ্বাস করি, আপনারা যদি সারজিস আলমকে আগলে রাখেন, সারজিসের হাতকে শক্তিশালী করেন, এই আটোয়ারী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।”