Bangla
2 days ago

টানা পাঁচদিন ভারী বৃষ্টির আভাস

Published :

Updated :

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৫ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আগামী ২৪ ঘণ্টা এবং পরবর্তী চার দিন এসব তিন বিভাগে নিয়মিত বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়ও হালকা বৃষ্টি হতে পারে।

দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্তমানে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনা, বরিশালসহ কয়েকটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় কমে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯ মে পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। 

Share this news