Bangla
2 days ago

টাঙ্গাইলে ককটেল বিস্ফোরণে দুই ভাই আহত, একজন আইসিইউতে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

Published :

Updated :

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে দুই ভাই আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০), তারা তৈলধারা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে। বর্তমানে তারা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মাসুম আইসিইউতে আছেন এবং তার অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানান, রাতে এলাকায় পরপর চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করেন।

আহতদের বাবা আবু সাঈদ বলেন, ঘটনার আগের সন্ধ্যায় মাসুমের ছেলে সনেটের সঙ্গে মোশারফ নামে এক যুবকের কথাকাটাকাটি হয়। এরপর মোশারফের ভাই আসাদুল মাসুমের বাড়িতে গিয়ে হুমকি দেন। রাতে মাসুম ও মঞ্জুরুল বাড়ি ফেরার পথে ককটেল ফাটিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। 

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। 

Share this news