Published :
Updated :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক উদ্যোগ হিসেবে এক গৃহহীন ও অসহায় নারীকে বাড়ি উপহার দিয়েছেন।
ওই নারীর নাম শুক্কুরি বেগম (৭০)। তিনি দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের বাসিন্দা।
বিএনপির মিডিয়া সেল আজ তাদের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেছে।
মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, স্বামী ও ছেলেকে হারানোর পর শুক্কুরি বেগম নিজের এবং ছোট নাতির জন্য কোনো আশ্রয়বিহীন হয়ে পড়েছিলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে বাড়িটি হস্তান্তর করা হয়।