Bangla
2 days ago

তারল্য বাড়াতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

Published :

Updated :

তারল্য প্রবাহ বজায় রাখা এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে নীতি সুদহার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত জানায়। এতে উল্লেখ করা হয়, নীতি সুদহার হ্রাসের এই সিদ্ধান্ত আগামীকাল বুধবার (১৬ জুলাই) থেকে কার্যকর হবে। তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটারি পলিসি বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

ঘোষণা অনুযায়ী, নীতি সুদহার বা রেপো রেট ৮ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করা হয়েছে। ফলে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে কম সুদে অর্থ ধার নিতে পারবে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে সম্প্রসারণমূলক মুদ্রানীতি চালানোর ইঙ্গিত দিল।

তবে নীতি সুদহার করিডোরের উর্ধ্বসীমা হিসেবে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ এবং আভার নাইট রেপো রেট ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সুদহার কমানোর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে সহজ শর্তে টাকা ধার নিতে পারবে। এতে সাধারণ গ্রাহক ও উদ্যোক্তাদের কাছে ঋণ সুবিধা আরও সুলভ হবে। ফলে ঋণ নেওয়ার আগ্রহ বাড়বে এবং বাজারে তারল্য বাড়তে পারে।

তবে অর্থনীতিবিদদের মতে, বাজারে অর্থের সরবরাহ ও ভোগ চাহিদা বাড়লে পণ্যের দামও বাড়তে পারে, ফলে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাম্প্রতিক কয়েকটি অনুষ্ঠানে জানান, মূল্যস্ফীতি কমার সঙ্গে সঙ্গে সুদহারও কমানো হবে। তিনি আশা প্রকাশ করেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামবে এবং সেই অনুযায়ী সুদহার সমন্বয় করা হবে।

তবে ব্যবসায়ী মহল এবং বিভিন্ন মহলের সুপারিশের পরিপ্রেক্ষিতে তার আগেই নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, গত জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালের জুলাইয়ে এই হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এরপর থেকে এ পর্যন্ত এত কম মূল্যস্ফীতি আর দেখা যায়নি। এ ছাড়া টানা চার মাস ধরে মূল্যস্ফীতির হার নিম্নমুখী।

অন্যদিকে, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতায় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমতির দিকে। সবশেষ মে মাসেও এই প্রবৃদ্ধি আরও কমে ৭ দশমিক ১৭ শতাংশে নেমে আসে, যা এর আগের মাসে ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। 

 

Share this news