Bangla
8 days ago

তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে জিডি

Published :

Updated :

ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে ফোনে ডেকে নিয়ে একজন বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল রোববার (২৮ জুলাই) রাতে মিরপুর-১ এর দিকে এবং পরে মিরপুর মডেল থানায় অভিযোগটি দায়ের করা হয়।

পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে থানার একটি সূত্র নিশ্চিত করেছে যে তাসকিন আহমেদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তাসকিন আহমেদ বাদী সিফাতুর রহমান সৌরভকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন এবং হুমকি দেন। পুলিশ সূত্র জানায়, তাসকিন ও বাদী পূর্বপরিচিত বন্ধু ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিথু জাগো নিউজকে জানান, তিনি এ বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

মিথুর ভাষ্যমতে, তাসকিন তাকে বলেন, "আমি সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত না। আমার বন্ধুদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। একটি পক্ষ আমাকে অনুরোধ করেছিল মিরপুর থানায় ফোন দিতে, তাই আমি ওসিকে ফোন করেছিলাম। এর ফলে অন্য পক্ষ ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে জিডি করেছে। কিন্তু ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।"

তাসকিনের বক্তব্যের বিষয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, "আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিসিবি মিরপুর থানার ওসি এবং অভিযোগকারী পক্ষের সঙ্গে কথা বলবে। পুরো পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

Share this news