Published :
Updated :
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। এর আওতায় ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধ শেষ করার পাঁচ নীতির ভিত্তিতে পরিকল্পনাটি প্রকাশ করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর এ পদক্ষেপে সমর্থন দিয়েছেন। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল গাজা নিয়ন্ত্রণে নিলেও সরকার গঠন করবে না; বরং তা তৃতীয় পক্ষের কাছে তুলে দিতে চায়।