Bangla
2 days ago

থাইল্যান্ড পালানোর পথে আটক নারায়ণগঞ্জ বিএনপি নেতা

Published :

Updated :

নারায়ণগঞ্জের সাবেক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে থাইল্যান্ড পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে তাকে আটক করা হয়।

তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। একই দিন সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কার্যকলাপের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

সম্প্রতি ফেসবুকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’—এমন একটি অডিও ভাইরাল হয়, যেখানে তাকে একজন ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায়।

পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে তিনি পালানোর চেষ্টা করছিলেন। মামলা হলে তাকে আদালতে পাঠানো হবে।

Share this news