Bangla
5 days ago

তিন ঘণ্টার চেষ্টায় কর্ণফুলী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

Published :

Updated :

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) জ্যান্ট অ্যাক্সেসরিজ কারখানায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লেগে ফোম তৈরির কারখানাটিতে ব্যাপক ক্ষতি হয়। আগুন আশেপাশের ভবনগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে।

কর্ণফুলী ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মশিউদ্দিন বিন মিসবাহ জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ও কার্যকরভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আধা ঘণ্টা আগে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে সঠিক ধারনা দেওয়া কঠিন, মালিকপক্ষ ভালো জানেন।

ফোম কারখানার মালিক মোহাম্মদ জহির উদ্দিন জানান, তারা এখনো ক্ষয়ক্ষতির হিসেব করতে পারছেন না এবং পরে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটের পাশাপাশি কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। তাদের পরিশ্রমের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়।

Share this news