Bangla
2 days ago

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা

Published :

Updated :

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, টিসিবির  তালিকায় অনেক ভুয়া কার্ড পাওয়া গেছে। এসব কার্ড বাতিল করে নতুনভাবে ‘স্মার্টকার্ড’ প্রদান করা হবে।

শনিবার (৩ মে) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো এবং নতুন খাদ্যগুদামের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে বর্তমানে চালের দাম কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। তবে দাম একেবারে কমে যাওয়া উচিত নয়, কারণ এতে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি বাধাগ্রস্ত হবে। কৃষকরা ন্যায্য মূল্য পেলে তারা উৎপাদনে আরও আগ্রহী হবে।

আলী ইমাম মজুমদার আরও জানান, দেশে প্রতিবছর গমের চাহিদা ৭০ লাখ টন হলেও উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি প্রয়োজনীয় গমের ৬০ লাখ টন আমদানি করতে হয়, যার বেশিরভাগই বেসরকারি খাতের মাধ্যমে হয়ে থাকে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। ইনশাআল্লাহ, এর ফলে দেশের খাদ্য মজুদ শক্তিশালী হবে। বোরো ছাড়াও অন্যান্য ফসলের উৎপাদন ভালো হলে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আরও বেশি মানুষ উপকৃত হতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। 

Share this news