Bangla
2 months ago

ট্রাইব্যুনাল পরিদর্শনে দুই উপদেষ্টা

Published :

Updated :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে এসেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে আটটায় তারা পরিদর্শনে আসেন। এসময় গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।

এর আগে বেশ কয়েকবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সে সময়ও তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 

গত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় বর্তমানে ট্রাইব্যুনালে স্থাপিত টিনশেড ভবনে বিচার কাজ চলছে।

Share this news