Bangla
4 days ago

ট্রাম্পের শুল্ক হুমকির মাঝে বিশ্ববাজারে অস্থিরতা

Published :

Updated :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। শুক্রবার ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন ঘটেছে। ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার ফলে বাজারের ইতিবাচক প্রত্যাশা হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে।

বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী হয়ে ১ লাখ ১৮ হাজার ডলার ছাড়িয়েছে। এছাড়া, ডলার শক্তিশালী হয়ে তেলের দামও বৃদ্ধি পেয়েছে। তবে ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচকই পতনের মুখে পড়ে। ইউরোপের বাজারেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে; প্যারিস এবং ফ্রাঙ্কফুর্টের সূচক কমেছে। 

বিশ্লেষকরা ট্রাম্পের পদক্ষেপগুলোকে “শুল্ক নাটকীয়তা” হিসেবে দেখে আশঙ্কা করছেন যে, এটি বাজারকে অস্থির করতে পারে। ট্রাম্প আরও জানিয়েছেন, অন্যান্য দেশগুলোর উপর শুল্ক ১০% থেকে ২০% পর্যন্ত বাড়ানো হতে পারে, এবং তামার আমদানিতে ৫০% এবং ওষুধে ২০০% শুল্ক আরোপেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের অর্থনীতি মে মাসে সংকুচিত হওয়ায় ব্রিটিশ পাউন্ড এবং লন্ডনের এফটিএসই ১০০ সূচক কমেছে। এশিয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, লেভি স্ট্রস অ্যান্ড কোং ৬.৪% রাজস্ব বৃদ্ধি পেয়ে মুনাফা বাড়িয়েছে এবং শেয়ারের দাম ১১.৩% বেড়েছে।

বিশ্ববাজারে ট্রাম্পের শুল্ক পরিকল্পনা নিয়ে অস্থিরতা অব্যাহত রয়েছে। 

Share this news