Bangla
7 days ago

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Published :

Updated :

চুয়াডাঙ্গা জেলার মুন্সিগঞ্জের বেদবাড়ি রেলগেটের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোরে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ (জিআরপি) লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।

রেল পুলিশের এসআই জগদীশ কুমার জানান, রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাঠের মধ্যে পড়ে থাকা বিকৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মৃতদেহ থেকে মাথা বিচ্ছিন্ন, ডান হাত থেঁতলানো এবং একটি পা কাটা ছিল। পাশে একটি ছেঁড়া লুঙ্গি ও শার্ট পাওয়া গেছে।

পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে মুখমণ্ডল বিকৃত এবং হাতে কোনো চিহ্ন না থাকায় এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহ চুয়াডাঙ্গা রেলস্টেশনে পুলিশের হেফাজতে রয়েছে। 

Share this news