Published :
Updated :
একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার (১০ মে) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫’-এর দ্বিতীয় খসড়া নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
দীর্ঘদিন ধরে ফরহাদ মজহারসহ অনেকেই এমন কমিশনের কথা বলে আসছেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এটি ১৯৭২ সাল থেকেই দেশে থাকলে ভালো হতো। আমরা সবকিছু পেশাদারভাবে সমাধান করতে চাই। তাই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ উদ্দেশ্যে তিনি ও প্রধান উপদেষ্টা একটি টিম নিয়ে সাউথ আফ্রিকা সফরে যাবেন বলেও জানান।
গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে তিনি বলেন, "এই আইনকে যতটা সম্ভব শক্তিশালীভাবে তৈরি করা হবে। ভবিষ্যৎ সরকার এ আইন কার্যকর করবে কি না, তা নিশ্চিত নয়, তাই আমরা এখনই এটি বাস্তবায়ন করতে চাই।"
তিনি আরও বলেন, অতীত অপরাধ কীভাবে এ আইনের আওতায় আনা যায়, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।