Bangla
2 days ago

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা ঘোষণা ইসির

Published :

Updated :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় নির্বাচন।

নতুন সীমানায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করা হয়েছে, আর বাগেরহাটে একটি কমিয়ে তিনটি রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনী সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তা গেজেটে প্রকাশিত হবে।

নির্বাচনকে সামনে রেখে বিশেষায়িত সীমানা নির্ধারণ কমিটি কাজ করেছে। এর অংশ হিসেবে গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করা হয়। খসড়ায় দ্বাদশ সংসদের ২৬১টি আসনের সীমানা বহাল রাখা হলেও ৩৯টি আসনে সামান্য পরিবর্তন আনা হয়। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়।

নির্বাচনী সীমানা নিয়ে আপত্তি ও মতামত জমা দেওয়ার জন্য ১০ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশসহ মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে।

২৪ থেকে ২৭ আগস্ট টানা চার দিন এসব দাবি-আপত্তির শুনানি শেষে নির্বাচন কমিশন জানিয়েছিল, সব পর্যালোচনা শেষে দ্রুতই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

Share this news