Bangla
2 days ago

উচ্চকক্ষ নিয়ে দু-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত: ড. আলী রীয়াজ

Published :

Updated :

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে।

আজ রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, কমিশন ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সনদ প্রস্তুতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যেই ঐকমত্য সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা আশা করছি উচ্চকক্ষ নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”

এদিন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও একজন ব্যক্তি একাধিক পদে থাকার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও জানান ড. আলী রীয়াজ।

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাব কমিশনের প্রস্তাবনার সঙ্গে মিলিয়ে আলোচনা হবে।”

আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজ হয়তো সকল পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে।”

Share this news