Bangla
10 days ago

উন্নত দেশগুলোকে যথাযথভাবে জলবায়ু দায়িত্ব পালনের আহ্বান

Published :

Updated :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈশ্বিক অংশীদারদের প্রকৃতি-ভিত্তিক সমাধান গ্রহণে এবং উন্নত দেশগুলোর প্রতি তাদের জলবায়ু দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকালে ‘জলবায়ু পরিবর্তনে সম্প্রদায় ও বাস্তুতন্ত্রের সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্যে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মেঘনা নলেজ ফোরামে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন।

তিনি বলেন, বিশ্বের উন্নয়নের ধারা পুনর্বিবেচনা করতে হবে। উন্নয়ন চিন্তাধারাকে এখন এমনভাবে গড়ে তুলতে হবে যা কম প্রতিকূল, কম সম্পদনির্ভর এবং প্রকৃতিনির্ভর হয়।

বাংলাদেশের নদীগুলোর সঙ্গে জাতীয় পরিচয়ের গভীর সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে 'নদীর দেশ' বলা যথার্থ। নদী এবং এর পরিবেশ আমাদের জাতীয় অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।

সৈয়দা রিজওয়ানা হাসান প্রতিবেশী দেশ—নেপাল, ভারত ও চীনের সঙ্গে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আরও কার্যকর আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, বাংলাদেশের চারটি প্রধান নদী অববাহিকা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে—যার ফলে এই অঞ্চলে অংশীদারিত্বমূলক ও সমন্বিত পরিবেশ শাসনব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। 

Share this news