Bangla
3 days ago

উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল নিক্ষেপ: একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

Published :

Updated :

রাজধানীর কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছোড়ার ঘটনায় এক যুবককে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি।

শুক্রবার (১৬ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গত ১৪ মে রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড় থেকে এক যুবক উপদেষ্টার দিকে প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মাথায় ক্যাপ পরা ওই যুবক বোতল ছোড়েন এবং পুলিশ সদস্যরা তাকে কিছু জিজ্ঞাসা করছেন।

Share this news