Bangla
5 days ago

উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল 'জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ'

Published :

Updated :

‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ’, ২০২৫ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, ফ্যাসিবাদী সরকারের সময়ে নির্বাচনী সীমানা নিজেদের স্বার্থে নির্ধারণ করা হতো এবং তা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিল। বর্তমানে প্রচলিত আইনে ব্যাখ্যাগত ভুল থাকায় নির্বাচন কমিশন কার্যকরভাবে সীমানা নির্ধারণ করতে পারছিল না। কমিশনের প্রস্তাবের ভিত্তিতে এ সংশোধনী আনা হয়েছে। 

এখন গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন চাইলে কয়েক দিনের মধ্যেই পুনঃসীমানা নির্ধারণের কাজ শুরু করতে পারবে বলে জানিয়েছেন তিনি। 

Share this news