Bangla
2 days ago

উত্তরা আজমপুরে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Published :

Updated :

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় বিআরটিসির একটি ট্রাকের ধাক্কায় নাঈম (১৬) নামের এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) পরীক্ষা শেষে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। 

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বিকাল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

নাঈম উত্তরা ৫ নম্বর সেক্টরের মো. নজরুল ইসলামের ছেলে ছিলেন। তার বন্ধু সিয়াম জানান, ট্রাকটি দ্রুত গতিতে এসে নাঈমকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ এবং মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

Share this news