Bangla
2 days ago

উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এনসিপির, আহতদের সহায়তায় মেডিকেল টিম গঠন

Published :

Updated :

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এনসিপি। 

এছাড়া, হতাহতদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এনসিপি'র মেডিকেল টিম গঠিত হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

পাশাপাশি, এনসিপির সর্বস্তরের নেতা-কর্মীদেরকে হতাহতদের চিকিৎসায় সহায়তা, রক্ত দান, এ্যাম্বুলেন্স যাতায়াত এবং উদ্ধারকাজে নিয়োজিত সকল বাহিনীকে পরিপূর্ণভাবে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও জাতীয় যুবশক্তি ও এনসিপি'র ডক্টর্স উইংকে আহতদের সহায়তায় দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। 

Share this news