Bangla
a day ago

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথ থেকে ফিরে গেলো ঢাকাগামী ২ ফ্লাইট

Published :

Updated :

ভারত-পাকিস্তানের হামলা এবং পাল্টা হামলার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। এদিকে, মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসার পথে দুটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

বুধবার (৭ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ঢাকা থেকে বেশ কিছু মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট সাধারণত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করত, কিন্তু বুধবার মধ্যরাতে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ফ্লাইটগুলো বিকল্প রুটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। তবে, ফ্লাইটগুলোর চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।

তবে, বুধবার রাতে তুরস্ক থেকে ঢাকার উদ্দেশ্যে আসা তার্কিশ এয়ারলাইন্স (টিকে-৭১২) এবং কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (জে-৯৫৩৩) পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত পরিবর্তন করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা উড্ডয়নের পর কুয়েতে ফিরে গেছে। 

Share this news