ভারত-পাকিস্তান সীমান্তে পরপর তৃতীয় রাতেও গুলি বিনিময়, উত্তেজনা চরমে
Published :
Updated :
পরপর তৃতীয় রাতের মতো লাইন অফ কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলার পর পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটার ফলে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, এলওসি বরাবর উত্তেজনা চরমে পৌঁছেছে, ভারতীয় সেনাবাহিনী আবারও সীমান্ত পেরিয়ে কোন প্রকার উস্কানি ছাড়া পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি বর্ষণের অভিযোগ তুলেছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, "২৬-২৭ এপ্রিল ২০২৫ রাতে, পাকিস্তানি সেনা বাহিনীর পোস্টগুলি তুতমারি গলি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোন প্রকার উস্কানি ছাড়া ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। আমাদের সেনারা উপযুক্ত প্রতিক্রিয়া জানিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। "
পাহলগাম হত্যাকাণ্ডের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ধারাবাহিক ঘটনা ঘটছে, যা দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত এবং ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানায় এনডিটিভি।
ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবা সংগঠনের সাথে জড়িত সন্ত্রাসীরা ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সম্পর্ককে আরও তিক্ত করেছে। তবে সরাসরি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।