Published :
Updated :
রাশিয়া ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তারা সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। ঐতিহ্যগতভাবেই ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে রাশিয়া।
এর আগে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে চীন। দেশটি ভারত ও পাকিস্তান—এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে শান্ত থাকার আহ্বান জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা যায় না, এবং তারা দুজনেই চীনের প্রতিবেশী। তিনি জানান, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী এবং চায় উভয় দেশ যেন উত্তেজনা না বাড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে। চীন সতর্ক করে বলেছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
প্রসঙ্গত, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে তার প্রতিক্রিয়ায় নয়াদিল্লি পাকিস্তানের ভেতরে হামলা চালায়। যদিও ইসলামাবাদ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। পহেলগামের হামলার প্রায় দুই সপ্তাহ পর পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালায় ভারত।
এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারত ও পাকিস্তান যেন সর্বোচ্চ সংযম দেখায়।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।