Bangla
5 days ago

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলাগুলোর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

Published :

Updated :

ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবর্তী সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।”

এদিকে, ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকা কূটনৈতিকভাবে দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে।

Share this news